রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
‘জেমস বন্ড’ তারকা রজার মুর আর নেই
প্রকাশ: ১২:০০ am ২৪-০৫-২০১৭ হালনাগাদ: ০৯:৩৬ am ২৪-০৫-২০১৭
 
 
 


‘জেমস বন্ড’খ্যাত তারকা স্যার রজার মুর আর নেই। তিনি ক্যানসারে ভুগে মারা যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

২৩ মে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ অভিনেতার অফিসিয়াল অ্যাকাউন্টে একটি টুইটে এ বিষয়ে বিবৃতি দেয়া হয়। এর ক্যাপশনে লেখা হয়েছে, ‘দুঃখভারাক্রান্ত মনে আমরা জানাচ্ছি যে, আমাদের বাবা স্যার রজার মুর আজ মারা গেছেন। আমরা সবাই শোকাহত।’

বিবৃতিতে লেখা হয়েছে, ‘দুঃখভারাক্রান্ত মনে আমরা ঘোষণা করছি আমাদের প্রিয় বাবা স্যার রজার মুর আজ সুইজারল্যান্ডে মারা গেছেন। তিনি স্বল্প সময় তবে সাহসিকতার সঙ্গে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। শেষ দিনগুলো তিনি প্রিয়জনদের সঙ্গে কাটিয়েছেন।’

এ অভিনেতার ইচ্ছে অনুযায়ী মোনাকোতে শেষকৃত্য অনুষ্ঠানে সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

১৯২৭ সালের ১৪ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডন শহরের স্টকওয়েলে জন্ম গ্রহণ করেন তিনি।  ৭০ ও ৮০ দশকে জেমস বন্ড সিরিজের মোট সাতটি সিনেমায় অভিনয় করেছেন স্যার রজার মুর। সিনেমাগুলো হলো-লিভ অ্যান্ড লেট ডাই, দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান, দ্য স্পাই হু লাভড মি, ‌মুনরেকার, ফর ইওর আইস অনলি, অক্টোপুসি এবং অ্যা ভিউ টু অ্যা কিল। 
 

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT