বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
‘পিংক’ জাতিসংঘে প্রদর্শিত হবে
প্রকাশ: ১২:০০ am ২৭-১১-২০১৬ হালনাগাদ: ০৫:১৩ pm ২৭-১১-২০১৬
 
 
 


বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ছবি ‘পিংক’ জাতিসংঘের সদর দপ্তরে বিশেষ প্রদর্শনীর জন্য আমন্ত্রণ পেয়েছে। ছবিটি মূলত নারীর প্রতি অপরাধ দমনের উপর ভিত্তি করে তৈরী। ৭৩ বছর বয়সী এ প্রবীণ অভিনেতা ছবিটিতে একজন উকিলের ভূমিকায় অভিনয় করেছেন। 

অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছবিটির জাতিসংঘে বিশেষ প্রদর্শনীর ঘোষনা দেন। তিনি সেখানে আরও বলেন সহকারী মহাসচিবের দ্বারা আমন্ত্রন পেয়ে তিনি অত্যন্ত সন্মানিত বোধ করছেন।    
 
ছবিটির পরিচালনা করেছেন অনিরুদ্ধ রয় চৌধুরী এবং লিখেছেন রিতেশ শাহ। অমিতাভ বচ্চন ছাড়াও এতে অভিনয় করেছেন তাপসী পান্নু, আন্দেরা তারিয়াং এবং কৃতি কুলহারি।  ছবিটি গত সেপ্টেম্বরে মুক্তি পায়।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT