গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল' চলচ্চিত্রের প্রথম টিজার প্রকাশিত হয়েছে।
চলচ্চিত্রটির জন্য ফেসবুকে খোলা একটি পেজে বৃহস্পতিবার এই টিজার প্রকাশ করা হয়।
একই সঙ্গে 'স্বপ্নজাল'র নায়িকা পরীমনির ভেরিফাইড পেজেও তা শেয়ার করা হয়েছে।
৬ এপ্রিল ঢাকাসহ সারা দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত প্রথম দর্শক নন্দিত সিনেমা ‘মনপুরা’। এরপর দীর্ঘ নয় বছর পর ‘স্বপ্নজাল’ সিনেমাটি নির্মাণ করেন তিনি।
'স্বপ্নজাল' এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। রোহান ও পরীমনির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মিশা সওদাগর প্রমুখ।