বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
অস্ট্রিয়াতে একসঙ্গে মিলিত হয়েছিলেন সালমান-ক্যাটরিনা
প্রকাশ: ১০:১৩ am ১৮-০৫-২০১৭ হালনাগাদ: ১০:১৬ am ১৮-০৫-২০১৭
 
 
 


সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বলিউডের এক সময়ের আলোচিত জুটি। অনেক আগেই ভেঙ্গে গেছে তাদের সম্পর্ক। যদিও এ ব্যাপারে কিছু বলতে বরাবরই উদাসীন ছিলেন সালমান। তবে সম্প্রতি আবারও যেন ঘনিষ্ঠ হচ্ছেন তারা! এইতো কিছুদিন আগে অস্ট্রিয়াতে একসঙ্গে মিলিত হয়েছিলেন সালমান-ক্যাটরিনা। পরিচালক আলি আব্বাস জাফরের 'টাইগার জিন্দা হ্যাঁয়'র শুটিংয়ের সুবাদেই একে অপরের কাছাকাছি এসেছিলেন দু'জন। তবে এরইমধ্যে ভারতীয় মিডিয়াগুলো তাদের সম্পর্কের মোড় নিয়েও খবর প্রকাশ করেছে।   তাছাড়া, দু'দিন আগে ক্যাটরিনার একটি ছবি সালমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি থেকে প্রকাশ করেন। ক্যাপশনে সালমান বলেন, 'আমি অবশ্যই একটি বড় টিউবলাইট, যে জানতে পারলো বাঘের বাঘিনী একজন খুনি।' খুনি শব্দের সঙ্গে তিনি জুড়ে দেন ক্যাটরিনাকে।   শুধু তাই নয়, আজ (বুধবার) তাদের দু'জনের যুগল ছবি শেয়ার করছেন স্বয়ং নায়িকা ক্যাট। ইনস্টাগ্রামে ক্যাটরিনা ছবিটি শেয়ার করেন। সাদাকালো ছবিটিতে দেখা যায়, সালমান খান খালি গায়ে বসে আছেন, সালমানের ঠিক গা ঘেঁষে টিশার্টে বসে আছেন ক্যাটরিনা। তবে সেখানে কোনো ক্যাপশন লিখেননি ক্যাটরিনা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT