দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দাবি করেছেন, তিনি কোনো প্রকার কন্ডিশনে (শর্ত মানা) যান না। আপোষ না করায় তাকে এতোদিন জেল খাটতে হয়েছে। আপোষ এ গেলে এতোদিন জেল খাটতে হতো না।
রোববার (২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ভারতে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক আক্রমণের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
এর আগে সকালে ডিআরইউর অনুষ্ঠানে না যেতে মাহমুদুর রহমানের গুলশানের বাসায় ডিবি পুলিশ পরিচয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।
সকাল ৮টার দিকে গুলশান-২ এর ৭৭ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে যায় ডিবি পুলিশ পরিচয়দানকারীরা।
পরে বেলা ১১টার দিকে পুলিশের কর্মকর্তারা তার বাসায় গিয়ে অনুষ্ঠানে যেতে বাধা নেই বলে জানান।