সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২ই ফাল্গুন ১৪৩১
Smoking
 
চীনে তুষারপাতের কারণে ২১ জনের প্রাণহানি
প্রকাশ: ০৪:৩৪ pm ০৯-০১-২০১৮ হালনাগাদ: ০৪:৩৭ pm ০৯-০১-২০১৮
 
 
 


ভয়াবহ তুষারপাতে চীন এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। চীনের 'ন্যাশনাল কমিশন ফর ডিজাসটার রিডাকশন' জানিয়েছে, গত ২ জানুয়ারি থেকে দেশটির কেন্দ্রীয় এবং পূর্বাঞ্চলে তুষারপাতের কারণে ২১ জনের প্রাণহানি ঘটেছে।   পাশাপাশি এই তুষারপাতের জন্য প্রায় আড়াই লাখ হেক্টর জমি চাষের অযোগ্য হয়ে গিয়েছে। যার ফলে প্রায় ৮৫৪ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে এই দেশ। এছাড়া ১৯টি জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। চীনে তুষারপাতের তীব্রতায় গত ৬০ বছরের শীতের রেকর্ড ভেঙে গেছে। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে কোথাও কোথাও। এখন পর্যন্ত ৩৭০০ জনকে সুরক্ষিত জায়গায় পাঠানো হয়েছে। ৭০০টি বাড়ি তুষারপাতে ধসে গিয়েছে সম্পূর্ণভাবে। ২৮০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক সপ্তাহে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আনহুই, হেনান, জিয়াংসু, হুবেই, হুনান, শানক্সি পুরু বরফে ঢেকে গেছে। দেশটির যাতায়াত ব্যবস্থা হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ মূহুর্তে ১৪ হাজার মানুষের জরুরি সেবা প্রয়োজন। বিপর্যস্ত এলাকা থেকে সাধারণ মানুষদের উদ্ধার করার কাজ চলছে। সূত্র: সিনহুয়া নিউজ

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT