এফডিসির ৮ নম্বর ফ্লোরে চলছিল সাদেক সিদ্দিকীর ছবি 'সাহসী যোদ্ধা'র আইটেম গানের শুটিং। এসময় সেখানে উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান।
পপির আইটেম গানের শুটিংয়ের মাঝে মন্ত্রীর আগমন বাড়তি চাঞ্চল্য সৃষ্টি করে।
তবে জানা গেছে, ছবিটির পরিচালক সাদেক সিদ্দিকীর আমন্ত্রণেই মন্ত্রী শুটিং সেটে এসেছিলেন।
সাদেক সিদ্দিকী জানালেন, 'শাজাহান খান আমার বন্ধু মানুষ। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতি করি। আমার ছবির শুটিং দেখার জন্য দাওয়াত করেছিলাম বন্ধুকে।'
তিনি আরো বলেন, 'এখানে তিনি মন্ত্রী হিসেবে আসেননি। এসেছেন শুধুই আমরা বন্ধু হিসেবে। তা ছাড়া শাজাহান খান যেকোনো কালচারাল অনুষ্ঠান অনেক পছন্দ করেন। অনেক শিল্পমনা মানুষ, গতকাল আমাদের শুটিংয়ে অনেকটা সময় কাটিয়েছেন, এনজয় করেছেন। বন্ধুকে শুটিংয়ে পেয়ে আমারও ভালো লেগেছে।'