সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে রুল
প্রকাশ: ০২:০৬ pm ১৪-০৩-২০১৭ হালনাগাদ: ০২:১০ pm ১৪-০৩-২০১৭
 
 
 


উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জমি কেনাসহ আর্থিক অনিয়মের অভিযোগ দুদককে তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

অভিযোগ অনুসন্ধান ও তদন্তে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার এই রুল দেন।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, দুদক চেয়ারম্যানসহ সাত বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন এ এম আমিনুদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT