যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলের আল-সাফাহ গ্রামে রুশ বিমান হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, রোববার (২৭ নভেম্বর) সকালে করা এ হামলায় ২১ শিশু নিহত হয়েছে।
দেইর আল-জর প্রদেশের আল গ্রামটি জঙ্গি সংগঠ্ন ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটিগুলোর একটি। সিরিয়ান অবজারভেটরি প্রাথমিকভাবে এই হামলায় প্রথমে ৩৪ জন নিহতের কথা জানায়। পরবর্তীতে সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, মরদেহ উদ্ধারের পর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩।
এর আগে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ছয়টি দূরপাল্লার বোমারু বিমান ওই এলাকায় হামলা চালিয়েছে। তবে তারা আইএসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানায়। উল্লেখ্য, রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দীর্ঘদিনের মিত্র। আগামী সপ্তাহে জেনেভাতে সিরিয়া সংকট নিয়ে জাতিসংঘ শান্তি আলোচনা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সূত্র: বিবিসি