শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
'আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র' মার্কিনীদের স্বাধীনতা দিবসের উপহার: কিম জং উন
প্রকাশ: ১২:২১ pm ০৫-০৭-২০১৭ হালনাগাদ: ১২:২৩ pm ০৫-০৭-২০১৭
 
 
 


উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন 'আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র' পরীক্ষার প্রেক্ষিতে মার্কিন সমালোচনার কড়া জবাব দিয়েছেন। বুধবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে কিম বলেছেন, "স্বাধীনতা দিবসে আমেরিকান বাস্টার্ডদের জন্য 'আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র' পরীক্ষা একটি উপহার ছিলো।" মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবারের (৪ জুলাই) 'আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র' পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনাকে বিশ্বের প্রতি নতুন হুমকি বলে উল্লেখ করেছেন। মূলত এই পরীক্ষা পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের একটি বিশাল মাইলফলক হিসেবে গণনা করা হচ্ছে। এছাড়া এটি ওয়াশিংটনের জন্য দুশ্চিন্তার কারণ হয়েও দাড়িয়েছে। উত্তর কোরিয়ার একাডেমি অব ডিফেন্স সাইন্স দাবি করেছে এই পরীক্ষা পৃথিবীর যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম পারমানবিক ক্ষেপণাস্ত্র তৈরির 'চূড়ান্ত পদক্ষেপ'। দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)কিম জং উনের বরাত দিয়ে বলেছে, "যুক্তরাষ্ট্র বরাবরই আমাদের দৃঢ়তা এবং সতর্ক বার্তাকে এড়িয়ে গেছে। আমেরিকার বাস্টার্ডরা তাদের স্বাধীনতা দিবসে এই উপহার নিশ্চয়ই খুশি হতে পারবে না। কেসিএনএ জানিয়েছে, কিম জং উন হোয়াসং-১৪ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিজে উপস্থিত থেকে তত্ত্বাবধান করেছেন। কেসিএনএ এর প্রতিবেদনে আরো বলা হয়, কিম ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর অট্টহাসিতে ভেঙ্গে পড়েন এবং বলেন, "মার্কিনীদের জীবনের নিরসতা ভাঙ্গতে আমাদের এভাবে উপহান দেয়া উচিত।" উল্লেখ্য, জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা স্বত্ত্বেও উত্তর কোরিয়া ক্রমাগত ক্ষেপনাস্ত্র পরীক্ষা এবং পারমানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চলতি বছরে দেশটি ১১ বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া এ ঘটনাকে চরম উস্কানিমূলক বলে অভিহিত করেছে। সূত্র: দা টেলিগ্রাফ

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT