'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নির্ধারিত সমাবেশ কর্মসূচি পিছিয়েছে বিএনপি। ঢাকায় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স চলার কারণে তিনদিন পিছিয়ে শনিবার সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (০৬ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স চলার কারণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আমাদের কর্মসূচি পিছিয়ে ১১ নভেম্বর শনিবার ধার্য করা হয়েছে। সেদিন যথাযোগ্য মর্যাদায় 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়েছিল বিএনপি।