বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ৭ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার মওদুদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার আব্দুলাহ আল মাহমুদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির। ২০১৩ সালে হরতাল-অবরোধ চলাকালে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।