অদেখা কষ্ট গুলো
অসীম কষ্টের রাত্রে জেগে আছি আর ভাবছি,
অভিমান ভরা এক বুক যন্ত্রনা,স্মৃতির দহণ
আমার চারিপাশ,তবুও তুমি সদা বিরাজমান
দুর্বিসহ কষ্টের রাত,আমার চোখে শুধু অবিশ্বাস।
অগুনতি রাত কাটিয়েছি বিনীদ্র,শুধু তোমায় ভেবে
ভেবেছি ফিরে আসবেই তুমি,দুর হবে প্রতীক্ষার কষ্ট
তুমিও এলেনা,দুর হলোনা আমার অনন্ত কালের
হৃদয় গভীরে লালন করা সুপ্ত অদেখা কষ্ট গুলো।
উড়বো আমি তোমায় নিয়ে,স্বপ্নীল প্রেমের নীল দুলোকে
তুমি আমার স্বপ্নের বোধ,স্বপ্নে বোনা বাবুই পাখির নীড়।
কেন করলে কুঠারাঘাত,বিশ্বাসে আমার?ভেঁঙ্গেছে ঘোর!
তুমিই ছিলে আমার হিমালয়,সেন্টামার্টিনের প্রবাল প্রস্তর।
মুশফিকুর রহমান মোহন
২৪ অক্টোবর ২০১৫
লিসবন,পর্তুগাল।