ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শিল্পকলা একাডেমীতে সাহিত্য ও সাংস্কৃতি আড্ডা অনুষ্ঠান শনিবার রাতে অনুষ্টিত হয়েছে। জেলা সাহিত্য পরিষদ ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালাল।এসময় আলোচনা রাখেন জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, জেলা সাহিত্য পরিষদ এর সাধারন সম্পাদক শেখ মিজানুর রহমান,কোষাধ্যক্ষ মসলেম আলী,আলহাজ্জ্ব মনোয়ার হোসেন,প্রভাষক সুনিতা শর্মা,সুরাইয়া পারভীন মলি,এম এ মান্নান,জামিরুল ইসলামা,ইসরান হোসেন,বিল্লাল হোসেন,জান-এ-আলম হোসেন,রওশন আলী,আহমদ রাকীব,সাব্বির অধহমেদ,এস আব্বাস উদ্দিন আহমেদ,বিএম আনোয়ার হোসাইন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন মৌ চোধুরী। আলোচনা শেষে জেলায় বিভিন্ন স্থানের ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্পী ও সাহিত্য ব্যাক্তিবর্গগন সাহিত্য ও সাংস্কৃতি পরিবেশন করেন। পরে জেলা সাহিত্য পরিষদ এর পক্ষ থেকে সাহিত্য ও সাংস্কৃতি পরিবেশনের পর তাদেরকে পুরুস্কৃত করা হয়।