কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন মঞ্চে হাজারো লালন ভক্তদের মাতালেন ওস্তাদ শফি মন্ডল। দোল পুর্ণিমায় লালন উন্মুক্ত মঞ্চে বাউল সম্রাট ফকির লালন শাহর স্মরণোৎসব অনুষ্ঠানে লালন একাডেমির দলীয় লালন সঙ্গীত পরিবেশনের পরে মঞ্চে আসেন দেশের খ্যাতিমান লালন সঙ্গীত শিল্পী ওস্তাদ শফি মন্ডল। ঘরের এক কুঠুরে, “মানুষ” অবিশ্বাসে হয়না মানুষ, অনুরাগ নইলে কি সাধন হয়, সময় গেলে সাধন হবে না- এমন লালনের জনপ্রিয় গান গেয়ে শোনান দেশের খ্যাতিমান লালন সঙ্গীত শিল্পী ওস্তাদ শফি মন্ডল। লালন একাডেমিতে তার সুর ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উজ্জীবিত হয়ে উঠেছিলো লালন একাডেমির উন্মুক্ত মুক্তমঞ্চ। সেই সঙ্গে দর্শকদের অনুরোধে একের পর এক জনপ্রিয় লালন সঙ্গীতের মধ্য দিয়ে চলে গভীর রাত পর্যন্ত শিল্পী ওস্তাদ শফি মন্ডলের সঙ্গীত আসর। উৎসবকে ঘিরে পুরো একাডেমি চত্বরে খন্ডখন্ড স্থানে গান পরিবেশনের সময় দর্শক-শ্রোতারাও নেচে-গেয়ে গানের সঙ্গে সঙ্গে তাল দেয়। দর্শক-শ্রোতারা কখনো পিন-পতন নীরবতায় গান শুনছেন আবার কখনো গানের তালে করতালি দিয়ে মুখর করে তুলছেন বাউল সম্রাট ফকির লালন শাহর আখড়াবাড়ির আঙিনা। এর আগে শনিবার রাতে ছেঁউড়িয়ার আখড়া বাড়ীতে লালন একাডেমির আয়োজনে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসব উপলক্ষ্যে ৩দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার। কুষ্টিয়া জেলা প্রশাসক মো: জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ জেড এম শফিউল হান্নান, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, প্রমুখ। ফকির লালন সাঁইয়ের আধ্যাত্মিকতা তুলে ধরে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.হারুন-উর-রশিদ আসকারী। আলোচক ছিলেন কুষ্টিয়া মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড.মাসুদ রহমান। প্রতিবছর দোল পুর্নিমায় একতারা, দোতারার তালে গানে গানে মুখর হয়ে ওঠে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি। ' দোল পূর্ণিমা তিথিতে ভক্ত অনুসারীদের নিয়ে গান-বাজনা করতেন ফকির লালন শাহ। তার মৃত্যুর পরও উৎসবের আবেদন কমেনি এতটুকু।
এস এম জামাল, কুষ্টিয়া থেকে।