সন্ধ্যা
সামিয়া আক্তার
ঐ তো ডুবে গেল রক্তিম
আলোটা,
একরাশ অন্ধকার ঢেলে
পালিয়ে গেল। যেমন করে পালিয়েছিল,
ঐ দুষ্ট মেয়েটি তার প্রেমিকের হাত ধরে,
মা তার মেয়ের বেদনায় ;
চির অন্ধকারে ডুবে গিয়েছিল,
একেই কি প্রেম বলে?
জয় হলো কার?
সূর্য তুমি তো আগামীদিন আবারো আসবে,
যে অন্ধকারে একেবারে মিলিয়ে গেল;
তাকে কে আলোর কথা বলে ফেরাবে?
কেইবা তাকে ফিরতে দেবে?
সন্ধার মেঘমালা,
তোমরা তো রং সাজিয়ে আকাশকে রুপের ডালি বানাও,
আমাদের বুকে এমন মেঘ নেই কেন?
সূর্য তুমি আগামী সকালে
সবার জন্য স্বচ্ছ মেঘ নিয়ে এস,
দিও উপহার।
ঐ মেঘকে পোষ মানিয়ে ঢাকবো অন্ধকার।