মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজে হোস্টেলের প্রয়োজন নেই উল্লেখ করে সরকারী প্রস্তাব ফেরৎ দেওয়ায় ক্ষোভে ফুসে উঠেছে শিক্ষার্থীরা। রোববার বিক্ষুদ্ধ ছাত্রছাত্রীরা অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবাহানের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। এ সময় তারা অধ্যক্ষ বিরোধী নানা ম্লোগান দেন। রোববার সকাল থেকেই শিক্ষার্থীরা শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজে জড়ো হতে থাকে।
এক পর্যায়ে তারা অধ্যক্ষের রুমের সামনে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষার্থরা অভিযোগ করেন, কলেজে শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলের প্রয়োজন থাকায় অধ্যক্ষ বরাবর সরকারী ভাবে চাহিদাপত্র পাঠানো হয়। কিন্তু অধ্যক্ষ আব্দুস সোবাহান চাহিদা ফরমে হোস্টেলের প্রয়োজন নেই বলে উল্লেখ করে সরকারী প্রস্তাব ফেরৎ পাঠান। শিক্ষার্থীরা কলেজে হোস্টেল নির্মান ও শিক্ষার্থীদের দাবী আদায়ে বাধা দেওয়া অবিলম্বে অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহানের অপসারণ দাবী করেন। অন্যথায় বৃহৎ আন্দোলন কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে বলে তারা হুসিয়ারী উচ্চারণ করেন।