শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন গবেষক রিচার্ড এইচ থেলার
প্রকাশ: ০৫:১৪ pm ০৯-১০-২০১৭ হালনাগাদ: ০৫:১৬ pm ০৯-১০-২০১৭
 
 
 


চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন গবেষক রিচার্ড এইচ থেলার। সুইডিশ একাডেমি অব সায়েন্স তাকে মনোনীত করেছেন। সোমবার (০৯ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে এ নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। খবর- দ্য গার্ডিয়ান দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, এ বছর অর্থনীতিতে সম্ভাব্য নোবেল বিজয়ীদের মধ্যে ছিলেন ভারতের সাবেক গভর্নর রঘুরাম রাজন ও যুক্তরাষ্ট্রের কিছু অর্থনীতিবিদ। ১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়। একবছর পর ১৯৬৯ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৭৯ জন অর্থনীতিতে নোবেল পেয়েছেন। আজকের নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কার প্রদানের মৌসুম শেষ হলো। পুরস্কার হিসেবে এই গবেষক ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। গতবছর এই পুরস্কার পান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অলিভার হার্ট এবং এমআইটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ বেঙ্গিত হমস্ট্রম। চুক্তি তত্ত্ব নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT