রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
আইএসের হাউইজা ঘাঁটির কেন্দ্রস্থল পুনর্দখল ইরাকি বাহিনীর
প্রকাশ: ১২:৩৪ am ০৬-১০-২০১৭ হালনাগাদ: ১২:৩৫ am ০৬-১০-২০১৭
 
 
 


ইরাকি বাহিনী ইসলামিক স্টেট গ্রুপের শক্তিশালী ঘাঁটি হাউইজার কেন্দ্রস্থলের পুনর্দখল নিয়েছে। তারা সেখানে অভিযান অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অপারেশন কমান্ডার লে: জেনারেল আব্দেল আমির ইয়ারাল্লা বৃহস্পতিবার বলেন, সৈন্য, পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্যরা হাউইজার পুরো কেন্দ্রস্থল জঙ্গি মুক্ত করেছে এবং সেখানে তাদের এগিয়ে যাওয়া অব্যাহত রয়েছে। হাউইজা জঙ্গি মুক্ত করতে গত মাসে মার্কিন নেতৃত্বাধীন জোট সহযোগিতায় সরকারি ও মিত্র বাহিনী অভিযান শুরু করে। এদিকে মঙ্গলবার জাতিসংঘ জানায়, এ শহর ও আশেপাশের বিভিন্ন এলাকা পুনরুদ্ধারে গত মাসে সামরিক অভিযান শুরুর পর থেকে হাউইজা থেকে প্রায় সাড়ে ১২ হাজার লোক পালিয়ে গেছে। শহরটিতে বর্তমানে কি পরিমাণ লোক রয়েছে তা সঠিকভাবে জানা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে প্রায় ৭৮ হাজার লোক সেখানে অবস্থান করছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT