রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
আফগানিস্তানে তালেবান ও আইএসের মধ্যে সংঘর্ষ, নিহত ১২
প্রকাশ: ১০:২৮ am ৩১-১০-২০১৭ হালনাগাদ: ১০:২৯ am ৩১-১০-২০১৭
 
 
 


আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে তালেবান ও প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় ১২ জঙ্গি নিহত ও আরো ১২ জন আহত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) প্রাদেশিক সরকারের মুখপাত্র সিনহুয়ার খবরে একথা জানান। মুখপাত্র আতাউল্লাহ খগিয়ানি সিনহুয়াকে বলেন, দারা-ই-নুর ও খগিয়ানি এলাকায় রোববার সন্ধ্যায় এ যুদ্ধে সাত তালেবান ও পাঁচ আইএস যোদ্ধা নিহত ও ১২ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজন আইএসের সদস্য। এদিকে পৃথক এক খবরে বলা হয়, পুলিশ রোববার পাবর্ত্য এ প্রদেশের হাসাক মিনা থেকে বেলাল নামের স্থানীয় এক গুরুত্বপূর্ণ আইএস সদস্যকে গ্রেফতার করেছে। তবে এ সংঘর্ষের ব্যাপারে তালেবান ও আইএসের কোন মন্তব্য পাওয়া যায়নি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT