বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আইসিটি অ্যাওয়ার্ডে ২০১৭ সালের পুরস্কার পেয়েছেন ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান
প্রকাশ: ১১:১৭ am ২৮-১২-২০১৭ হালনাগাদ: ১১:২৫ am ২৮-১২-২০১৭
 
 
 


দ্যা ডেইলি স্টার (ইংরেজি দৈনিক)  প্রবর্তিত আইসিটি অ্যাওয়ার্ডে ২০১৭ সালের পুরস্কার পেয়েছেন দুই তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব, পাঁচ স্টার্টআপ ও তথ্যপ্রযুক্তি কোম্পানি।

গতকাল বুধবার রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিজয়ীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে ভিডিও বার্তার শুভেচ্ছা জানিয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।

এবার আইসিটি বিজনেস পারসন অব দ্যা ইয়ার পুরস্কার পেয়েছেন রিভ সিস্টেমস প্রধান নির্বাহী কর্মকর্তা এম রেজাউল হাসান । আইসিটি পাইওনিয়ার অব দ্যা ইয়ার পুরস্কার পেয়েছেন আইবিসিএস-প্রাইম্যাক্স সফটওয়ার লিমিটেডের শেয়ার হোল্ডার পরিচালক এ তৌহিদ।

জনপ্রিয় অনলাইন শপ চালডাল ডটকম পেয়েছে ই-বিজনেস অব দ্যা ইয়ার পুরস্কার। আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্যা ইয়ার (গ্লোবাল মার্কেট) পেয়েছে ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড। আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্যা ইয়ার (স্থানীয় বাজার) পেয়েছে লিডস কর্পোরেশন।

সেবাভিত্তিক মার্কেট প্লেস সেবা এক্সওয়াইজেড পেয়েছে আইসিটি স্টার্টআপ অব দ্যা ইয়ার। একইভাবে পাঠাও পেয়েছে সেরা স্টার্টআপ এর পুরস্কার।

২০১৬ সালের মতো এবারও আয়োজনটিতে ডেইলি স্টারকে সহযোগিতায় করেছে বেসিস। আয়োজনের পৃষ্ঠপোষক ছিল ব্যাংক ব্র্যাক এবং মাইক্রোসফট।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে তথ্যপ্রযুক্তিকে অর্থনীতির সমৃদ্ধির প্রধান চাবিকাঠি হিসেবে ব্যবহার করতে চায়। এই সময়ের মধ্যেই তথ্যপ্রযুক্তি হবে বাংলাদেশের রপ্তানির প্রধান উপাদান। সময়ের আগেই বাংলাদেশ  এই লক্ষ্য অর্জন করতে পারবে বলে মনে করেন অর্থমন্ত্রী।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও উৎসাহিত করতেই গত দুই বছর ধরে দ্যা ডেইলি স্টার এই সম্মাননার আয়োজন করে আসছে যা পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে জানান, সংবাদপত্রটির সম্পাদক মাহফুজ আনাম।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT