নাটোরের আফরাস্তায় আওয়ামী লীগ-বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২ জন গুলিবিদ্ধ হন । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। তবে তিনি কেন এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি।