শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আগাম প্রেসিডেন্ট নির্বাচনে নতুন নেতা বাছাই করতে ভোট দিচ্ছে দক্ষিণ কোরীয় জনগণ
প্রকাশ: ১১:৩৮ am ০৯-০৫-২০১৭ হালনাগাদ: ১১:৪০ am ০৯-০৫-২০১৭
 
 
 


দুর্নীতের দায়ে অভিযুক্ত সাবেক নেত্রী পার্ক জেউন-হাই পদচ্যুত হওয়ার পর মঙ্গলবার (৯ মে) আগাম প্রেসিডেন্ট নির্বাচনে নতুন নেতা বাছাই করতে ভোট দিচ্ছে দক্ষিণ কোরীয় জনগণ। মোট ১৩ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দেশটির বামপন্থী প্রার্থী মুন জা-ইন মধ্যপন্থী প্রার্থী আন চিওল-সুয়ের চেয়ে এগিয়ে আছেন। দেশটিতে এমন একটা সময়ে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যখন একদিকে আর্থিক সংকটের সম্মুখীন, অপরদিকে কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া কার্যত যুদ্ধাবস্থায় বিরাজমান। বামপন্থী প্রার্থী মুন উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নত করতে আগ্রহী। তবে সাবেক নেত্রী পার্ক জিউন-হাই উত্তরের সাথে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছিলেন। নির্বাচন পর্যবেক্ষকরা এবারের নির্বাচনের ব্যালট বাক্সে বেশি ভোটদানের হার আশা করছেন। তাদের মতে এবারের নির্বাচনে ১৩ জন প্রার্থীর মধ্য থেকে যেকোনো একজনকে বিজয়ী করতে দেশের তরুণ ভোটাররা এগিয়ে আসবেন। স্থানীয় সময় রাত ৮ টায় ভোট গ্রহন শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপর খুব শীঘ্রই বিজয়ীর নাম জানা যাবে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT