শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আঙ্গুল তুলেই চাকরিচ্যুত হলেন এক নারী
প্রকাশ: ১১:০৭ am ০৮-১১-২০১৭ হালনাগাদ: ১১:১০ am ০৮-১১-২০১৭
 
 
 


প্রেসিডেন্ট ট্রাম্প এই গাড়িবহরে করে পেছনেই একটি সাইকেলে ছিলেন এই মহিলা। সে সময় তিনি ট্রাম্পকে বহনকারী গাড়ির দিকে তার মধ্যমা উঁচু করে তুলে ধরেন। তার এই ছবিটি প্রকাশিত হলে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে। ছবিটি গত ২৮শে অক্টোবর ভার্জিনিয়ায় তোলা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে গলফ খেলতে গিয়েছিলেন তার খুব কাছেই। তারপর এই ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিলো। ছবিতে যে সাইকেল চালককে দেখা যাচ্ছে তাকে চিহ্নিত করা হয়েছে জুলি ব্রিস্কম্যান। এই ছবিটি তিনি অনলাইনে তার প্রোফাইল হিসেবে প্রকাশ করার পর তিনি যেখানে কাজ করতেন সেই অ্যাকিমা এলএলসি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। তবে ব্রিস্কম্যান মার্কিন গণমাধ্যমগুলোকে বলেছেন, তার ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার খবরটি অফিসের এইচ আর বিভাগকে জানানোর পর তাকে একটি মিটিং-এ ডেকে পাঠানো হয়। হাফিংটন পোস্ট নিউজ ওয়েবসাইটকে তিনি জানান, অফিসের নির্বাহী কর্মকর্তারা তখন তাকে বলেছেন, তারা মনে করেন এই ছবিটি 'অশোভন' অথবা 'অশ্লীল।' আর সেকারণে তারা মনে করেন যে এই ছবিটি পোস্ট করে তিনি তাদের অফিসের সোশাল মিডিয়া নীতি ভঙ্গ করেছেন। এই ছবিটি তিনি টুইটার ও ফেসবুকে প্রকাশ করেছিলেন। তবে ব্রিস্কম্যান বলেছেন, ম্যানেজমেন্টকে তিনি বোঝানো চেষ্টা করেছিলেন ছবিটি যখন তোলা হয় তখন তিনি কাজের সময়ের মধ্যে ছিলেন না। এমনকি তিনি অফিসের কথাও সেখানে বলেন নি। ব্রিস্কম্যান আরো অভিযোগ করেছেন, কিন্তু তার অন্য এক পুরুষ সহকর্মীর বেলায় এরকম ঘটনায় তাকে চাকরি হারাতে হয়নি। কিন্তু তাকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হলো- জানতে চান তিনি। ৫০ বছর বয়সী মিস ব্রিস্কম্যান দুই সন্তানের মা। এর আগে সরকারি একটি অফিসেও তিনি চাকরি করেছিলেন। চাকরি হারানোর পরেও তিনি বলছেন, ওভাবে আঙ্গুল তুলে ধরার ঘটনায় তিনি অনুতপ্ত নন। তিনি বলেন, "আমি ঠিকই করেছি। আমাদের দেশ এখন যেখানে গিয়ে পৌঁছেছে তাকে আমি ক্ষুব্ধ। এটা ছিলো আমার জন্যে কিছু একটা বলার সুযোগ।"

সূত্র: বিবিসি বাংলা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT