জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার দিন ধার্য রয়েছে আজ।
আজকের নির্ধারিত দিনেই বিএনপি নেত্রীকে হাজির করা হতে পারে বলে আদালতের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। বুধবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত ১৩ মার্চ রাজধানীর বকশীবাজারের বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ মামলায় ২৮ ও ২৯ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজিরের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবলের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম জিয়াসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক। পরে ২০১২ সালের ১৬ জানুয়ারি এদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।