বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আজ উদযাপিত হতে যাচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭
প্রকাশ: ০৮:৩০ am ২৮-১০-২০১৭ হালনাগাদ: ১১:৫৯ am ২৮-১০-২০১৭
 
 
 


আজ শনিবার প্রথমবারের মতো উদযাপিত হতে যাচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যেকটি বিভাগসহ সারা বাংলাদেশের সকল পুলিশ ইউনিটে দিনটি একযোগে উদযাপন করা হবে।

২৮ অক্টোবর’১৭ সকাল ১০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্স এর সামনে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগ কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ অনুষ্ঠানের উদ্বোধন শেষে ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে। র‌্যালীটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট কাকরাইল গিয়ে শেষ হবে। র‌্যালী শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম।

এ ছাড়াও কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে অনুষ্ঠানে থাকবে রক্তদান কর্মসূচি।

এবছরের ন্যায় প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার কমিউনিটি পুলিশিং ডে হিসেবে বাংলাদেশের সকল পুলিশ ইউনিটে পালন করা হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT