ঝিনাইদহ প্রতিনিধি ॥
জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা বাংলার দাবিতে ঝিনাইদহে র্যালি, আলোচনা সভা ও অনলাইন ভোটিংয়ের উদ্বোধন করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ এর আয়োজনে বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলু, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিপু, সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির ও বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, জাগোনিউজ’র ঝিনাইদহ প্রতিনিধি আহমেদ নাসিম আনসারীসহ সাংবাদিকরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, আমাদের অনেক আগেই এই রকম উদ্যোগ নেওয়া উচিত ছিল। আমাদের বাংলা ভাষাকে সকল ক্ষেত্রে ব্যবহার করে বিশ্বে বাংলা ভাষার মর্যদা তুলে ধরতে হবে। দেশের সকল স্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের গবেষণার বিষয়গুলিকে বেশি বেশি বাংলায় প্রচার করতে হবে যেন বিশ্বে বাংলার মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং আশা করছি খুব শীঘ্রই জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা বাংলা হিসেবেও স্বীকৃত হবে। পরে উপস্থিত অতিথিসহ অন্যান্যরা ‘জাতি সংঘে বাংলা চাই’ এর অনলাইন ভোট প্রদান করেন।