খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ। ক্রশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর এই দিনে পুনরুত্থান হয়েছিল যিশুখ্রিস্টের।
সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় শনিবার রাত থেকেই দিনটি উদযাপন করা হচ্ছে।
ইস্টার সানডে উপলক্ষে রাজধানীসহ সারাদেশের গির্জাগুলো সেজেছে অপরূপ সাজে। রোববার সকাল থেকেই এসব গির্জায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনাসভা ও খ্রিস্টযোগ।
এছাড়াও, দিনটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন।
৪০ দিনের রোজা পালন শেষে যিশুখ্রিস্টের পুনরুত্থিত হওয়ার দিন এই ইস্টার সানডে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে বয়ে আনে নির্মল আনন্দ।