সুশীল সমাজ, গণমাধ্যম প্রতিনিধির পর আজ থেকে রাজনৈতিক দলের সঙ্গে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ। প্রথম দিন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) সঙ্গে সংলাপ হওয়ার কথা। বন্যা ও পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বিএনএফ আজ সংলাপে অংশ নিচ্ছে না। ফলে আজ বিকেল ৩টায় মুক্তিজোটের সঙ্গে ইসির আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে। ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ইসি সূত্র জানায়, ঈদুল আজহার আগে ও পরে দুই দফায় ৬টি করে মোট ১২ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। প্রতিদিন বেলা ১১টায় এবং বিকেল ৩টায় সংলাপ শুরু হবে। আগামী ২৪ আগস্টের পর ২৮ ও ৩০ আগস্ট প্রতিদিন ২টি দল করে চারটি দলের সঙ্গে সংলাপ হবে। এ ব্যাপারে গতকাল ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সকালের খবরকে বলেন, আগামী ২৪ আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে। এরপর ২৮ ও ৩০ আগস্ট ছাড়াও ঈদের পর ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর প্রতিদিন ২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, প্রতিদিন বেলা ১১টায় এবং বিকেল ৩টায় আলাদাভাবে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে। প্রত্যেক দল থেকে ১০ জন করে প্রতিনিধি সংলাপে অংশ নিতে পারবেন। তবে বড় দলগুলো থেকে কতজন প্রতিনিধি থাকবেন তা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ইসি সূত্র জানায়, ২৮ আগস্ট সকালে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বিকেলে খেলাফত মজলিশ, ৩০ আগস্ট সকালে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিকেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ১০ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১২ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেলে ইসলামী ঐক্যজোট এবং ১৪ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বিকেলে ইসলামী ফ্রন্টের সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করবে।