ফেনী সদর উপজেলার ধর্মপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ সুমন (৩৬) ওরফে লাল সুমন নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, ফেনী সদরের সুলতানপুর এলাকায় মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় র্যাব-৭ এর টহল দলের সঙ্গে মাদকব্যবসায়ীদের গুলি বিনিময় হয়। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী ওই এলাকার মাদু মিয়ার ছেল মোহাম্মদ সুমন প্রকাশ লাল সুমন নিহত হন।
এসময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ওয়ানশ্যুটার গান, গুলি এবং আনুমানিক ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
লাল সুমনের বিরুদ্ধে খুন, অস্ত্র এবং ডাকাতি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নাজমুল হাসান জানান, র্যাব সদস্যরা মৃত অবস্থায় মরদেহটি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে মরদেহ মর্গে রয়েছে।