নিহত সুমন শরীয়তপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের এসকেন পাহাড়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কয়েকজন মাদক ব্যবসায়ী পালং-ছয়গাঁও ফাঁকা রাস্তার পাশে শুকুর তালুকদারের মেহগনি বাগানের ভেতরে মাদকদ্রব্য ভাগ বাটোয়ারা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও পালং থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে ককটেল ও গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে সুমন পাহাড়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় ৫১ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ৬টি ককটেল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, নিহত সুমন পাহাড় একজন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকের ১১টি মামলা রয়েছে।