মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আজ পবিত্র মহিমান্বিত লাইলাতুল শবে মেরাজ
প্রকাশ: ১০:২৯ am ২৪-০৪-২০১৭ হালনাগাদ: ১১:১৮ am ২৪-০৪-২০১৭
 
 
 


ইসলামিক ডেস্কঃ আজ দিন পেরিয়ে রাতের আঁধার নামলেই মহাপুণ্য ঘেরা রজনী। এ রজনী মহাপবিত্র মহিমান্বিত লাইলাতুল মেরাজের। এ রাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.) হজরত জিব্রাইলের (আ.) সঙ্গে পবিত্র কাবা থেকে ভূ-মধ্যসাগরের পূর্বতীর ফিলিস্তিনে অবস্থিত পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তাকাশের ওপর সিদরাতুল মুনতাহা হয়ে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহর দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের সব কিছুর অপার রহস্য। মেরাজ ইসলামের ইতিহাসে এমনকি পুরো নবুওয়তের ইতিহাসেও এক অবিস্মরণীয় ঘটনা। কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসূল হজরত মোহাম্মদ (সা.) ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। এ মেরাজ রজনীতেই মানবজাতির শ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। ধর্মীয় ভাবগম্ভীর ও যথাযথ মর্যাদায় মুসলিম জাহানের সঙ্গে এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরাও আজ কোরানখানি, নফল-সালাত, জিকির-আসকার, ওয়াজ-মাহফিল, দোয়া-দরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবেমেরাজ পালন করবেন। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়েছে। রোববার পাঠানো এক বিবৃতিতে বলা হয়, লাইলাতুল মেরাজ উপলক্ষে ওয়াজ করবেন ঢাকার নারিন্দার দারুল উলুম আহছানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। ওয়াজ ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT