বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেন’ এর কার্যালয়ে হামলা, কমপক্ষে ১১ জন আহত
প্রকাশ: ০২:২৭ pm ২৪-০১-২০১৮ হালনাগাদ: ০৩:২৩ pm ২৪-০১-২০১৮
 
 
 


আফগানিস্তানে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ এর কার্যালয়ে বুধবার (২৪ জানুয়ারি) সন্ত্রাসী হামলা করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে। একজন আত্মঘাতি হামলাকারী জালালাবাদে সংস্থাটির কার্যালয়ের বাইরে বিস্ফোরণের পর সেখানে ঢুকে গুলি চালায়। দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই ভবনের কাছে একটি স্কুল থেকে সেখানে বিস্ফোরণ ও গুলির শব্দ শুনা যায়। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ জেলা ২০১৫ সালের পর থেকেই তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) এর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ভবনে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানান, গেটে একটি রকেটচালিত গ্রেনেডের মাধ্যমে প্রথমে আঘাত করা হয়। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পর ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা। সেসময় সামনে থাকা গাড়িতে আগুন ধরে যায়। এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। সূত্র: আল-জাজিরা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT