আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে বুধবার (৩১ জানুয়ারি) সকালে দেশটিতে ৬.১ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়, যার গভীরতা ছিলো ১৯১.৭ কিলোমিটার। এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ছিলো আফগান রাজধানী কাবুলের ২৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে। এই এলাকাটিতে বিগত কয়েক বছর ধরে প্রায়ই ভূমিকম্প অনুভূত হচ্ছে। সূত্র: আল-জাজিরা