আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর গারদেজে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলাকারী এবং বন্দুকধারীর আক্রমণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারের (১৭ অক্টোবর) এ হামলায় কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, "প্রথমে আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কাছে বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটায়। এর পর বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি শুরু করে।" নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছে নিরাপত্তা বাহিনী সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৬ জন হামলাকারী নিহত হয়েছে। তালেবান এ হামলার দায় স্বীকার করে নিয়েছে।
সূত্র: বিবিসি, আল-জাজিরা