রূপালি পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও ইরফান খান জুটিকে। ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষের দিকে ছবিটি দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছবির পরিচালনায় নতুন পরিচালক হানি ত্রিহান। ইতোমধ্যে ছবি নিয়ে খবর রটতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। বিশালের লেখা গল্প আর দীপিকা-ইরফান জুটির মিশেলে ফের সুপারহিটের আশা করছেন সিনেপ্রেমীরা। 'পিকু'র নস্ট্যালজিয়া নয়, এবার আন্ডারওয়ার্ল্ডর কঠিন বাস্তবতার প্রেক্ষাপটের চিত্রনাট্যেই অভিনয় করবেন দুই অভিনেতা। শোনা যাচ্ছে, রহিমা খান, যিনি দাউদ ইব্রাহিমকে খুন করতে চেয়েছিলেন, সেই চরিত্রেই নাকি অভিনয় করবেন দীপিকা।