শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
সুহানা ইন্সটাগ্রামে বন্ধুদের সাথে শৈশব হোলি ছবি পোস্ট করেছেন
প্রকাশ: ০৫:২৫ pm ০৩-০৩-২০১৮ হালনাগাদ: ০৫:৪৯ pm ০৩-০৩-২০১৮
 
 
 


সুপারস্টার শাহরুখ খান এর কন্যা সুহানা খান সম্প্রতি হোলি ফেস্টিভাল উপলক্ষে তাঁর শৈশব বন্ধুসহ একটি ছবি পোস্ট করেছেন।

ছবিটি অনেক শেয়ার মানুষ শেয়ার করেছে এবং তারা এটা পছন্দ করেছে। এখানে সব বাচ্চাদের সুন্দর লাগছিলো।

 

শাহরুখ খান এবং গৌরী ১৯৯১ সালে বিয়ে করেছিলেন। সুহানা ছাড়াও, তারা বাবা-মা ছেলেমেয়ে আরিয়ান ১৯ বছর বয়স  এবং আব্রাম, ৪ বছর বয়স। আরিয়ান বর্তমানে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র অধ্যয়ন বিভাগে করছে এবং সুহানা ও আবরাম মুম্বাইয়ের ধীরূপাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুল পড়ছে ।

 


শাহরুখ খানের ৫২তম জন্মদিনের পার্টিতে আলিবাগের শেষ নভেম্বরে সুহানা, শানায়া এবং আন্যনা স্পটলাইট চুরি করেছেন। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, করণ জোহর, সুজান খান, ফারাহ খান, সীমা খান এবং আরও অনেকে জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT