টেকনাফের শাহপরীর দ্বীপে আবারও রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও চার শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা নিখোঁজ রয়েছে আরো অনেকে।
সোমবার ভোর ৪টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এর পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিনের বরাত দিয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান, জীবনের ঝুঁকি নিয়ে মিয়ানমার থেকে নদীপথে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা।
মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা ভোর চারটার দিকে সাগরে ডুবে যায়। এসময় পাঁচটি লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ছাড়া ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছে।
জীবিত রোহিঙ্গারা জানান, নৌকার আরোহীদের মধ্যে প্রায় অর্ধেকই ছিল শিশু।
উদ্ধার হওয়া লাশ পাঁচটি শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকতে রাখা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সগরে রোহিঙ্গাবাহী ২৬টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবিতে ১৭৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭৬ জন রোহিঙ্গা। অন্য জন বাংলাদেশি নৌকার মাঝি। রোহিঙ্গাদের লাশের মধ্যে ৯০ জন শিশু, ৫৭ জন নারী ও ২৯ জন পুরুষ।