বলিউড বাদশা শাহরুখ খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এবার তাকে আইনি নোটিশ দিয়েছেন ভূপালের এক ব্যক্তি। ভূপালের বাসিন্দা রাজকুমার পান্ডের অভিযোগ, শাহরুখ বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছেন। একটি শেভিং ক্রিমের বিজ্ঞাপনে ক্রিমটিকে পুরুষদের ব্যবহৃত ভারতের এক নাম্বার ক্রিম বলে উল্লেখ করেছেন শাহরুখ। ওই বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হয়ে শেভিং ক্রিম ব্যবহার করে রাজকুমারের ত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য একটি সরকারি হাসপাতালে চিকিৎসাও করাতে হয় তাকে। তারপরই তিনি ভূপালের ভোক্তা অধিকার আদালতে মামলা করেন। রাজকুমার জানান, এই শেভিং ক্রিমটিকে মধ্যপ্রদেশের ফুড এবং ড্রাগ বিভাগে নিয়ে পরীক্ষাও করিয়েছেন তিনি। তাদের রিপোর্টেও এই ক্রিমটিকে খারাপ ও নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ শোনার পর বিচারপতি কাশীনাথ সিংহ অভিনেতা শাহরুখ খান, সংশ্লিষ্ট ক্রিম প্রস্তুতকারী সংস্থা, স্থানীয় দোকানদার ও মধ্যপ্রদেশের ফুড এবং ড্রাগ বিভাগের ডিরেক্টরকে নোটিশ পাঠান। শাহরুখ খান আইনি নোটিশের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, গত বছর এপ্রিলেই ওই শেভিং ক্রিম কোম্পানির সঙ্গে শাহরুখের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তারা কোনো আইনি নোটিশ গ্রহণ করেননি বলেও জানান। শাহরুখ এখন মুক্তির অপেক্ষায় থাকা 'জাব হ্যারি মেট সেজাল' ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। ছবিটিতে তার বিপরীতে আছেন আনুশকা শর্মা। আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) ছবিটি মুক্তি পাবে।
সূত্র: বলিউড হাঙ্গামা