চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানায় নিহত চারজনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
শুক্রবার রাত ২টার দিকে আঞ্জুমানে মফিদুলের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর গোরস্থানে তাদের দাফন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর প্যানেল মেয়র সাইদুর রহমান ও পৌর স্যানেটারি কর্মকর্তা জহির ওই চার জঙ্গির লাশ দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
শিবনগরের আস্তানায় নিহত চার জঙ্গির মধ্যে তিনজন বিস্ফোরণে এবং একজন গুলিতে নিহত হয়েছে বলে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম।
এদিকে, শুক্রবার রাত ৯টার দিকে জঙ্গি রফিকুল ইসলাম আবুর লাশ তার দূরসম্পর্কের চাচা ইয়াসিন আলীর কাছে দেয়া হলেও তার সঙ্গে রক্তের সম্পর্ক না থাকায় লাশটি ফেরত নেয়া হয়।
এর আগে শুক্রবার বেলা দেড়টায় ওই ‘জঙ্গি আস্তানা’ থেকে আবুসহ চারজনের লাশ বের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ক্রাইম সিন ইউনিটের সদস্যরা।
সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
বৃহস্পতিবার অপাপরেশন ঈগল হান্ট চলাকালে নিহত হন চার জঙ্গি। নিহত আবুকে চেনা গেলেও অপর তিনজনকে চেনার উপায় নেই বলে জানিয়েছে পুলিশ।
রফিকুল আলম আবু (৩০) শিবগঞ্জ উপজেলার চাতরা গ্রামের দিনমজুর আফসার আলীর ছেলে।