রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সন্দেহভাজন চার সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার সকালে মোবাইল ফোনে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে লিফলেট ও সাংগঠনিক বই জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আনসার আল ইসলামের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়, প্রকাশক ফয়সল আরেফিন দীপনসহ কয়েকটি হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার দায় স্বীকার করে নিষিদ্ধঘোষিত সংগঠনটি।
জঙ্গি কার্যক্রমে জড়িত থাকায় এর আগে ২০০৩ সালে শাহাদত-ই-আল হিকমা, ২০০৫ সালে হরকাতুল জিহাদ বাংলাদেশ, একই বছর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), ২০০৯ সালে হিযবুত তাহরীর এবং ২০১৫ সালে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হয়।