রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকচাপায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পুঠিয়া সদরের রাকিব (১৬), মোস্তাফিজুর (১৬) এবং তার বাবা আব্দুল মোমিন (৪০) । তাদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ওসি সায়েদুর বলেন, সকালে পুঠিয়া সদর থেকে একটি মোটরসাইকেলকে ওই তিন উপজেলার বানেশ্বরে একটি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে আসা নাটোরগামী বালুবাহী ট্রাক তাদের চাপা দেয় চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায় বলে জানান তিনি।