শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত
প্রকাশ: ১০:০৪ am ২৩-০৪-২০১৮ হালনাগাদ: ১০:০৬ am ২৩-০৪-২০১৮
 
 
 


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছেন র‍্যাবের চার সদস্য।

সোমবার (২৩ এপ্রিল) ভোরে গোমস্তাপুরের কুইচ্চাগাড়া আড়গাড়া রোডে এ বন্দুকযুদ্ধ হয়।

র‌্যাব জানায়, একদল ডাকাতের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধের পর দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। তবে পালিয়ে যায় আরও তিন-চারজন। 

গুলিবিদ্ধ দুই ডাকাতকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, তিনটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ্ আল মুরাদ ঘটনাটি নিশ্চিত করেছেন। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT