শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
আমির খানের সঙ্গে অভিনয় চাই : বিশ্বসুন্দরী মানুষী
প্রকাশ: ০৪:০৮ pm ২৮-১১-২০১৭ হালনাগাদ: ০৪:১৩ pm ২৮-১১-২০১৭
 
 
 


দেশে ফিরেই ভবিষ্যত ইচ্ছার কথা জানিয়েছেন ভারতের হরিয়ানার তরুণী বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। রোববার (২৬ নভেম্বর) সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছার পর বিভিন্ন গণমাধ্যমকে তার ইচ্ছার কথা প্রকাশ করে বক্তব্য দেন। তিনি বলেন, আমি মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে অভিনয় চাই। এর কারণ হিসেবে ব্যাখ্যায় তিনি বলেন, আমিরের সিনেমায় সমাজের নানা সমস্যা সুন্দরভাবে তুলে ধরা হয়। তাতে বাস্তবের স্পর্শ থাকে। মিস ওয়ার্ল্ড-২০১৭ খেতাব অর্জনের মধ্যদিয়ে গোটা বিশ্বকে তাঁক লাগিয়ে দিয়েছেন মানুষী। দেশে ফিরে এক টুইট বার্তায় সবাইকে ধন্যবাদ জানান ২১ বছরের এই তরুণী। সম্প্রতি চীনের সাংহাই শহরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৭তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এতে ১২০ সুন্দরীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন মুকুট অর্জন করেন হরিয়ানার সোনিপথের বিপিএস মেডিকেল কলেজের তৃতীয়বর্ষের এই ছাত্রী। ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রায় ও পরে ২০০০ সালে ভারত থেকে মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর দীর্ঘ ১৭ বছর পর বিশ্ব সুন্দরীর সম্মান অর্জন করেন মানুষী।

খবর আউট লুক ইন্ডিয়া.কম

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT