সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আল-আকসা মসজিদ খুলে দেয়ার ঘোষণা
প্রকাশ: ১২:৩৫ pm ১৬-০৭-২০১৭ হালনাগাদ: ১২:৩৬ pm ১৬-০৭-২০১৭
 
 
 


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত আল-আকসা মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন। ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনাকে কেন্দ্র করে দুইদিন বন্ধ থাকার পর রবিবার (১৬ জুলাই) আল-আকসা মসজিদকে আবারও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে শনিবার (১৫ জুলাই) এক বিবৃতিতে বলা হয়েছে, "ধর্মপ্রাণ ব্যক্তি এবং পর্যটকদের জন্য মসজিদ প্রাঙ্গণটি ধীরে ধীরে প্রবেশযোগ্য করা হচ্ছে।" ধর্মীয়ভাবে স্পর্শকাতর এই স্থানটি শুক্রবার (১৪ জুলাই) ফিলিস্তিনি বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সেদিন ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়। জেরুজালেম এবং ফিলিস্তিন সীমান্তের সাবেক প্রধান মুফতি শনিবার বলেন, মসজিদটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হাজার হাজার ধর্মপ্রাণ মানুষদের নিকট শাস্তির সমান ছিলো। শনিবার এক সংবাদ সম্মেলনে জেরুজালেমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়োগকৃত গভর্নর আদনান হুসেইনি বলেন, "এটা একটা নজিরবিহীন ঘটনা। মসজিদটি গত কয়েক শতাব্দিতেও বন্ধ হয়নি। পরিস্থিত খুবই ভয়াবহ।" তিনি আরো বলেন, "ইসরায়েল কর্তৃপক্ষ পরিস্থিতিকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে। আমরা এক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে থাকি। চেকপয়েন্টগুলোতে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদেরকে ঠান্ডামাথায় হত্যা করা হচ্ছে।" সূত্র: আল-জাজিরা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT