শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আশুলিয়ায় দগ্ধ এক শিশু শ্রমিকের মৃত্যু
প্রকাশ: ১২:০০ am ২৩-১১-২০১৬ হালনাগাদ: ১০:৫৬ am ২৩-১১-২০১৬
 
 
 


রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিদের মধ্যে আঁখি (১৪) নামে এক শিশু মারা গেছে। এছাড়া আরো ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

চিকিৎসক জানান, আঁখির শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

আঁখির বাবার নাম আশরাফুল আলম। তাদের বাড়ি রংপুর।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে। আগুনে ২০ জন শিশু ও নারী দগ্ধ হন।

দগ্ধ শ্রমিকদের বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এবং আশপাশের হাসপাতালে পাঠানো হয়।

এর মধ্যে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ১৩ নারীকে দগ্ধ অবস্থায় নেয়া হয়। তাদের মধ্যে ৪/৫ জনের ৯০ শতাংশ এবং বাকিদের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।” প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠিয়ে দেয়া হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT