রাজধানীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় নুসরাত জাহান ঝুমা নামে ইডেন কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ মর্গে রাখা হয়েছে।’
নিহত নুসরাত জাহান কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবুল হোসেনের মেয়ে। বর্তমানে তারা কদমতলীর ধনিয়ায় থাকতেন।
নিহতের বড় ভাই মো. রাসেল জানান, তার বোন ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। নুসরাত লেগুনায় করে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। লেগুনাটি দ্রুত চালানোর ফলে সামনে থাকা স্পিডবেকারের সঙ্গে জোরে ধাক্কা খায়। এ সময় নুসরাত রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নুসরাতের বড় বোন জেবুন্নেসা জানান, দুই বোন এক ভাইয়ের মধ্যে নুসরাত সবার ছোট।