শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
রাজধানীর রায়েরবাজারে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৪
প্রকাশ: ০৮:০০ am ২৯-০৫-২০১৮ হালনাগাদ: ১০:০৩ am ২৯-০৫-২০১৮
 
 
 


রাজধানীর রায়েরবাজারে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে রায়েরবাজারে মেকআপ খান রোড এলাকায় তিনতলা ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রাজ মিস্ত্রী বাবু সরকার (৩০) ও তার স্ত্রী ময়না আক্তার (২৫) ও তাদের তিন বছরের সন্তান মাহিন। দগ্ধ আরেকজন হলেন ওই বাসার অন্য ভারাটিয়া। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অপর তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাবুর মামাতো ভাই মান্নান জানান, বাবু ওই বাসার একটি রুমে পরিবার নিয়ে ভাড়া থাকেন। ওই এলাকায় গ্যাস সংকটের কারণে বাবুরা সিলিন্ডার ব্যবহার করতেন। রাতে বাবু সিলিন্ডার মেরামতের সময় গ্যাস নির্গত হতে থাকে। এসময় তাদের ছেলে কান্নাকাটি করছিল। বাবু তার স্ত্রী ময়নাকে সন্তান নিয়ে রুমের বাহিরে  যেতে বলেন। ময়নার ছেলেকে নিয়ে বাইরে বের হওয়ার জন্য দরজা খুলেন। রুমের বাইরে আরেকটি চুলা জ্বালানো ছিল। ময়না দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরে থাকা চুলা থেকে আগুন ঘরে গ্যাসের সাথে মিশে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন।

ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আগুনে বাবু ও ময়নার ১৭ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। মাহিনের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থায় আশঙ্কাজনক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT