সিরিয়ার ইস্টার্ন ঘুতায় বিমান হামলায় কমপক্ষে ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে অন্তত ১০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। এছাড়া আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। গত এক সপ্তাহ ধরে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সিরীয় বাহিনী। অলাভজনক প্রতিষ্ঠান দ্য হোয়াইট হেলমেটস জানায়, নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছেন। সংস্থাটি জানায়, রুশ বাহিনীর সহায়তায় নয়দিন আগে বিমান হামলা শুরু করে সরকার। রোববার (৭ জানুয়ারি) পর্যন্ত সেই হামলা চলেছে। যু্ক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে নিহতের সংখ্যা ১৭। হোয়াইট হেলমেট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছে তারা। সূত্র: সিএনএন