মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সোমালিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে দুই দফা বিমান হামলা চালিয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সোমালিয়ার সরকারি বাহিনীর সহযোগিতায় চালানো এ হামলায় বহু আইএস সদস্য নিহত হয়েছে।
ইউএস আফ্রিকা কমান্ডের বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার স্থানীয় সময় মধ্যরাতে প্রথম হামলাটি চালানো হয়। দ্বিতীয় হামলাটি চালানো হয় সকাল ১১টার দিকে। এখন এ হামলার ফলাফল খতিয়ে দেখা হচ্ছে।
সোমালিয়া থেকে আসা প্রতিবেদন অনুযায়ী, আইএসের সদস্য সংগ্রহের অন্যতম লক্ষ্যবস্তু এই দেশটি। তবে সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের চাইতে অবশ্য দেশটিতে আইএসের অবস্থান বেশ দুর্বল। ইউএস আফ্রিকা কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই এবং প্রশিক্ষণ প্রদানে সোমালিয়ার আফ্রিকান ইউনিয়ন মিশন এবং দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-জাজিরা